Ticker

6/recent/ticker-posts

Say, Tell, Speak এবং Talk এর মধ্যে পার্থক্য কি?


language বা ভাষার ক্ষেত্রে talk ব্যবহার হয় না। যেমন, I don’t talk Chinese - এই বাক্যটি সঠিক নয়।বাক্যটি হবে: I don’t speak Chinese. (আই ডোন্ট স্পিক চাইনীজ.) - আমি চীনা ভাষায় কথা বলতে পারি না।I speak English. (আই স্পিক ইংলিশ.) - আমি ইংরেজিতে কথা বলতে পারি।


Say, Tell, Speak এবং Talk এর মধ্যে পার্থক্য কি?

# উপরের শব্দগুলির সঠিক ব্যবহারে আমরা সবাই ভুল করে থাকি! আসুন ওয়ার্ড গুলি SPeaking বা Writing এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় এখনি জেনে নেই।

# Say / Said - স্যাই /স্যাইড                   

• Say এর বাংলা অর্থ বলা। Said হলো say এর past tense. 

*Toha says she does not like chocolate. (তোহা স্যাইজ সী ডাজ নট লাইক চকোল্যাইট.) - তোহাইশরাতবলেছে সে চকোলেট পছন্দ করে না।

* I said your new house was great! (আই স্যাইড ইউর নিউ হাউস ওয়াজ গ্র্যাইট!) - আমি বলেছিলাম যে তোমার নতুন বাড়ী অসাধারণ!

# Tell / Told - টেল / টোল্ড                         

•Tell-এর বাংলা অর্থ অন্য কাউকে কিছু জানানো বা ইনফরমেশন দেওয়া। Told হলো tell এর past tense

* Tell me about the movie. Did you like it? (টেল মি এ্যাবাউট দ্য মুভি। ডীড ইউ লাইক ইট?) - আমাকে সিনেমাটি সম্পর্কে একটু জানাও তো। তোমার কি ভালো লেগেছে?

* Toha, I told you not to eat any cookies before dinner! (তোহা, আই টোল্ড ইউ নট টু ঈট এ্যানি কুকিজ বিফোর ডিনার!) - তোহা, তোমাকে আমি জানিয়েছি ডিনার এক আগে কুকি খেতে পারবে না!

# Speak / Spoke - স্পীক / স্পোক এবং Talk / Talked - টক / টক্ড

• Speak এর বাংলা অর্থ কথা বলা। Spoke হলো speak এর past tense.

* Can I speak to you? (ক্যান আই স্পীক টু ইউ?) - আমি কি তোমার সাথে কথা বলতে পারি?

* We spoke to the boss this morning. (উই স্পোক টু দি বস দিস মর্নিং.) - আজ সকালে আমরা বস এর সাথে কথা বলেছিলাম।

• Talk এবং Speak এর অর্থ একই - কথা বলা। Talked হলো Talk এর past tense.

* Can I talk to you? (ক্যান আই টক টু ইউ?)             

* We talked to the boss this morning. (উই টক্ড টু দি বস দিস মর্নিং.)

তবে language বা ভাষার ক্ষেত্রে talk ব্যবহার হয় না। যেমন, I don’t talk Chinese - এই বাক্যটি সঠিক নয়।বাক্যটি হবে: I don’t speak Chinese. (আই ডোন্ট স্পিক চাইনীজ.) - আমি চীনা ভাষায় কথা বলতে পারি না।I speak English. (আই স্পিক ইংলিশ.) - আমি ইংরেজিতে কথা বলতে পারি।

 I talk English সঠিক নয়।

Speaking Practice: উপরের আলোচনায় যে ইংলিশ সেন্টেন্স গুলি ব্যবহার হয়েছে সেগুলো

একটু শব্দ করে জোরে বলুন (speak aloud), যাতে আপনি নিজে শুনতে পান। এইভাবে সবগুলো বাক্য কমপক্ষে বার প্র্যাকটিস করুন।   

 Tell / told, say / said, speak / Spoke, talk   শব্দগুলি ব্যবহার করে আরো বাক্য তৈরী করুন।

Read More

Also Read

Post a Comment

0 Comments