Word: Word কি ? Word বলতে কি বুঝায় ? কত প্রকার ও কি কি? What is Word? ,? How many types and what are they?
Prepared by
Emrana perveen
02/09/2024
Word কি ? Word বলতে কি বুঝায় ? কত প্রকার ও কি কি?
Word বা শব্দ হচ্ছে ব্যক্ত বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যার একটা নির্দিষ্ট অর্থ আছে।ইংরেজি বর্ণ (Alphabets) মিলিত হয়ে, বলা ও লেখা যার এবং নির্দিষ্ট অর্থ আছে এমন সকল বর্ণ গুচ্ছকে Word বলে।
প্রতিটি ভাষার ক্ষেত্রে বর্ণ ( Alphabet) জানার পর বর্ণ দিয়ে তৈরি শব্দ ( Word ) জানার প্রয়োজন হয়। ইংরেজিতেও আমরা এমনটাই করি।
Word ( শব্দ ) : এক বা একাধিক Letter একত্রে মিলিত হইয়া যদি কোন অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে ।
A word is a
letter or a group of letters that have meaning when spoken or written. It’s a
speech sound or combination of sounds that may consist of a single morpheme or
a combination of morphemes. Words may be classified according to their meanings,
uses, and actions, but it is very tough to define exactly.
A-একটি
I-আমি
যেমন :
Man- মানুষ
Good- ভাল
Pen- কলম
Book- বই
Fish- মাছ
Red- লাল
Hand- হাত
উপরের শব্দগুলো একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তাই তারা প্রতিটি একেকটি শব্দ।
একটা পরিপূর্ণ অর্থবোধক শব্দ হওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হয়। সেগুলো হচ্ছেঃ
1.প্রত্যেকটা শব্দেরই একটা অর্থ থাকতে হবে। এখানে “Edcauiont’ শব্দটির কোন অর্থ নেই ইংরেজী ভাষায়। তাই এটি শব্দের আওতাভূক্ত হবে না।
2.প্রত্যেকটা শব্দেরই একটা root বা মূল শব্দ থাকে যা থেকে আরও অনেক নতুন শব্দ তৈরী হয়। যদি কোন কারণে ঐ root শব্দটি ভেঙে ফেলা হয় তাহলে সেটি কোনভাবেই আর একটি অর্থবোধক শব্দ থাকেনা। যেমন, এখানে দেখানো হয়েছে যে, happy একটি ইংরেজী শব্দ। এর আগে un যুক্ত হয়ে unhappy শব্দটি তৈরি করে।
3.দুটি শব্দ একত্রে উচ্চারণ করার জন্যে শব্দ দুটির মাঝে একটু থামতে হয় এবং লেখার সময় সঠিক জায়গায় সঠিকভাবে space দিতে হয়। ধরা যাক, sky এবং blue দুটি ইংরেজি শব্দ। আমরা যদি তাদেরকে উচ্চারণ করতে চাই তাহলে প্রত্যেকটা শব্দ বলার পর একটু থামতে হবে। লিখতে গেলে দুইটা শব্দের মাঝখানে একটা space দিতে হবে।
Word (শব্দ) -এর বৈশিষ্ট্য
ইংরেজি শব্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যা ইংরেজি ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে।
1.একটি বর্ণ বা বর্ণের সমষ্টি থাকতে হবে। যেমন, A (একটি), BOOK (বই)
2.মনের চিন্তাধারার একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাবে।
3.Vowel (স্বরবর্ণ) এবং Consonant (ব্যঞ্জনবর্ণ) দিয়ে Word তৈরি হয়।
4.একটি Word এর মধ্যে কমপক্ষে একটি Vowel বা Semi-Vowel থাকতেই হবে। যেমন, Sky (Semi-Vowel), Cat
ইংলিশে শব্দ কয় ধরণের আছে
ইংলিশে শব্দ ৮ ধরণের আছে। এই গুলোকে Part of Speech (বাক্যের অংশ) বলা হয়।
1.Noun ( নাম )
2.Pronoun (
সর্বনাম )
3.Adjective
( বিশেষণ )
4.Verb ( ক্রিয়া )
5.Adverb ( ক্রিয়াবিশেষণ )
6.Preposition
( অব্যয় )
7.Conjunction
( সংযোগ )
8.Interjection
( আবেগসূচক )
মনে রাখবে :-
👉 Vowel ছাড়া কোন "word" গঠন করা যায় না। প্রত্যেক word-এ এক বা একাধিক Vowel থাকবেই--এইটাই সাধারণ নিয়ম, উপরের word গুলি ভাল করে দেখলে বুঝতে পারবে।
👉কিন্ত একমাত্র Semi-Vowel "Y" Vowel-এর কাজ করতে পারে। যেমন--Fly (ওড়া),
Try (চেষ্টাকরা), Cry (কাদা) ইত্যাদি।
👉Q দ্বারা গঠিত শব্দে Q-এর পরে U বসবেই। যেমন-Quick-তাড়াতাড়ি, Quarrel--ঝগড়া করা, Quality—গুণ সম্বন্ধীয়।
উপরে কয়েকটি ছবি আছে, নীচে তাদের ইংরেজিতে নাম লেখা আছে।
Man |
Tree |
Fish |
Cow |
যেমন—ইংরেজিতেগাছকে বলা হয় TREE । এই TREE শব্দটি চারটি Letter বা বর্ণ নিয়ে গঠিত হয়েছে।
তোমার ভাবছো যে, কতকগুলি Letter পর পর বসিয়ে দিলেই word হয়ে যাবে, তা কিন্তু নয়।শব্দ তখনই হবে যখন ঐ সব Letter পর পর বসে অর্থ প্রকাশ করবে।
👉 কিন্তু Letter-গুলি পর পরবসে যদি অর্থ প্রকাশ না করতে পারে তাহলে word হবে না। যেমন—rtee, mna, woc, word নয়।
কিন্তু Tree, Man, Cow, Rose, Fish হল word…
👉 আবার একটি Letter দিয়ে যেমন word বা শব্দ গঠিত হয়, তেমনই একের বেশি Letter দিয়েও word গঠন করা যায়। যেমন-
একটি Letter দিয়ে গঠিত শব্দ বা word : a-একটি, I---আমি, প্রভৃতি।
দুটি Letter দিয়ে গঠিত শব্দ বা word : An—একটি, We---আমরা,
My—আমার, Heসে, Is—হয়, Upউপরে, On—উপরে, Go-যাওয়া, Do—করা,
Ox—যাঁড়, In—মধ্যে, It-ইহা, Me—আমাকে, প্রভৃতি।
Comments
Post a Comment