by
Emrana perveen
Rules of
pronunciation in Bengali//ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ নিয়ম
➤Rule-26
⇨E+
consonant (R ছাড়া) + E এভাবে
ব্যবহৃত
হলে
এবং
তার
পর
আর
কিছু
না
থাকলে
প্রথম
E এর
উচ্চারণ
হয়
“ঈ”
এবং
দ্বিতীয়
E অনুচ্চারিত
থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট)
– সম্পূর্ণ।
☞Mete (মীট)
– অংশ
ভাগ
করে
দেয়া।
➤Rule-27
⇨শব্দস্থিত
OE এর
উচ্চারণ
হয়
“ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স)
– রুপ
কথার
পাখি
বিশেষ।
☞Amoeba (এ্যামিবা)
– ক্ষুদ্র
এক
কোষী
প্রাণী।
➤Rule-28
⇨Consonant
এরপর
OI এর
উচ্চারণ
হয়
“অই”।
উদাহরণ:
☞Coin (কইন)
– মুদ্রা।
☞Foil (ফইল)
– পাত।
☞Join (জইন)
– যোগদান
করা।
➤Rule-29
⇨শব্দস্থিত
OA+ Consonant এভাবে ব্যবহৃত
হলে
OA এর
উচ্চারণ
হয়
“ঔ”।
উদাহরণ:
☞Road (রৌড)
– রাস্তা।
☞Loan (লৌন)
– ঋণ।
☞Toad (টৌড)
– ব্যাঙ।
➤Rule-30
⇨UI+
consonant+ A/E/O এভাবে word গঠিত
হলে
সচরাচর
UI এর
উচ্চারণ
হয়
ইংরেজি
“আই”
এর
মত।
উদাহরণ:
☞Guide (গাইড)
– পথ
প্রদর্শক।
☞Guile (গাইল)
– ছলনা,
ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স)
– বিপথগামীতা।
➤Rule-31
⇨শব্দের
মাঝে
E+ R ছাড়া
অন্য
consonant এভাবে ব্যবহৃত
হলে
E এর
উচ্চারণ
সাধারণত
“এ”
বা
“ই”
হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট)
– ভাড়া।
☞Comet (কমিট)
– ধূমকেতু।
☞Comment (কমেন্ট)
– মন্তব্য।
➤Rule-32
⇨EE+
consonant (R ছাড়া) এভাবে
ব্যবহৃত
হলে,
EE এর
উচ্চরণ
“ঈ”
হয়।
উদাহরণ:
☞Need (নীড)
– প্রয়োজন।
☞Feel (ফীল)
– অনুভব
করা।
☞Steel (স্টীল)
– ইস্পাত।
☞Meek (মীক)
– বিনম্র
➤Rule-33
⇨R+
vowel+ CH এভাবে ব্যবহৃত
হলে
CH এর
উচ্চারণ
হবে
“চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ)
– অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ)
– শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ)
– গুড়ানো।
➤Rule- 34
⇨C
এর
পরে
যদি
I, E, Y থাকে
তাহলে
তার
উচ্চারণ
“স”
হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার)
– কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন)
– ঘূর্ণিঝড়
।
☞Cell (সেল)
– কোষ।
☞Circle (সার্কেল)
– বৃত্ত।
➤Rule- 35
⇨Y
সাধারণত
One-syllable এর শব্দে
Y, (আই)
হিসেবে
উচ্চারিত
হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই)
– উড়া।
☞Shy (শাই)
– লজ্জা।
☞Buy (বাই)
– ক্রয়
করা।
☞Toy (টই)
– খেলনা।
☞Joy (জয়)
– আনন্দ।
⇨Two-syllable
এর
শব্দে
Y (ই)
হিসেবে
উচ্চারিত
হয়।
উদাহরণ
☞City (সিটি)
– শহর।
☞Funny (ফানি)
– আনন্দ
করা।
☞Happy (হ্যাপি)
– খুশি।
☞Policy (পলিসি)
– নীতিমালা।
➤Rule-36
⇨শব্দের
শেষে
MN এর
পরে
কোন
vowel না
থাকলে
এবং
MN পরপর
থাকলে
N অনুচ্চারিত
থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম)
– গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম)
– দোষারোপ
করা।
☞Damn (ড্যাম)
– অভিশাপ
দেয়া
।
➤Rule-37
⇨ইংরেজি
শব্দের
শেষে
gh থাকলে
তার
উচ্চারণ
হয়
“ফ”
অথবা
কখনো
তা
অনুচ্চারিত
থাকে
।
কিন্তু
এরপর
T, N বা
M থাকলে
gh উচ্চারিত
হয়
না।
উদাহরণ:
☞Tough (টাফ)
– কঠিন।
☞Enough (ইনাফ)
– যথেষ্ট।
☞Mighty (মাইটি)
– বলশালী।
☞High (হাই)
– উচ্চ।
➤Rule-38
⇨IGH
এর
উচ্চারণ
“আই”।
“augh” এবং
“ough” এর
উচ্চারণ
অধিকাংশ
ক্ষেত্রেই
“অ”
বা
“আ”
তাছাড়া
eigh এর
উচ্চারণ
হয়
এই
কিন্তু
Height এর
উচ্চারণ
ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট)
– রাত্র।
☞Dight (ডাইট)
– সাজানো।
☞Fight (ফাইট)
– লড়াই।
☞Tight (টাইট)
– টানটান।
➤Rule-39
⇨Consonant
এরপর
BT এর
উচ্চারণ
“ট”
এক্ষেত্রে
“B” অনুচ্চারিত
থাকে।
উদাহরণ:
☞Doubt (ডাউট)
– সন্দেহ।
☞Debt (ডেট)
– ঋণ।
☞Doubtful (ডাউটফুল)
– সন্দিহান।
➤Rule-40
⇨শব্দের
শেষে
que এর
উচ্চারণ
“ক”।
উদাহরণ:
☞Cheque (চেক)
– কিস্তি,
হুন্ডি।
☞Baroque (ব্যারক)
– বলিষ্ঠ।
☞Clique (ক্লীক)
– ক্ষুদ্রদল।
➤Rule-41
⇨LK
এর
আগে
E বা
U না
থাকলে
LK এর
উচ্চারণ
হবে
“ক”
এবং
“L” অনুচ্চারিত
থাকে।
উদাহরণ:
☞Talk (টক)
– আলাপ।
☞Walk (ওয়াক)
– হাটা।
☞Chalk (চক)
– খড়ি।
➤Rule-42
⇨KN
বা
GN এর
আগে
vowel থাকলে
K ও
G উচ্চারিত
হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক)
– অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ)
– স্বীকার
করা
☞Acknowledgement
(এ্যাকনলেজমেন্ট)
– স্বীকৃতি।
➤Rule- 43
⇨কোন
শব্দে
CC+ OU/ consonant থাকলে CC এর
উচ্চারণ
হবে
“ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ)
– অভিযুক্ত
করা।
☞According (এ্যাকর্ডিং)
– অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট)
– যথার্থ।
➤Rule- 44
⇨কোন
শব্দে
U এরপর
consonant+ vowel+….. থাকলে U এর
উচ্চারণ
সাধারণত
“ইউ”
হয়।
উদাহরণ:
☞Mute (মিউট)
– স্তব্ধ,
নির্বাক।
☞Tube (টিউব)
– নল।
☞Duteous (ডিউটিয়াস)
– অনুগত
, বাধ্য।
➤Rule- 45
⇨কোন
শব্দে
U এর
পূর্বে
consonant+ R/L+…… থাকলে U এর
উচ্চারণ
সাধারণত
“উ”
হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু)
– নীল।
☞Glue (গ্লু)
– শিরিসের
আঠা।
☞True (ট্রু)
– সত্য।
➤Rule- 46
⇨কোন
শব্দে
U+E এর
পূর্বে
consonant + R বা L না
থাকলে
U এর
উচ্চারণ
সাধারণত
“ইউ”
এর
মত
হয়।
উদাহরণ:
☞Sue (স্যু)
– আদালতে
অভিযুক্ত
করা।
☞Hue (হিউ)
– রং।
☞Imbue (ইমবিউ)
– অনুপ্রানিত
করা।
➤Rule-47
⇨কোন
শব্দে
U এর
পূর্বে
R বা
L একক
ভাবে
থাকলে
তার
পরে
E বা
consonant+ E/L থাকা স্বত্তেও
তার
উচ্চারণ
সাধারণত
“উ”
হয়।
উদাহরণ:
☞Nude (নুড)
– নগ্ন,
ন্যাংটা।
☞Lunacy (লুনাসি)
– পাগলামি,
বকা
আচরণ।
☞Lutanist (লূটানিস্ট)
– বীণা-বাদক।
➤Rule- 48
⇨U
এর
পর
যদি
এমন
দুটি
Consonant থাকে যাদেরকে
আলাদাভাবে
উচ্চারণ
করতে
হয়
(ফলে
প্রথমটিতে
একটি
syllable শেষ হয়
এবং
পরেরটিতে
আরেকটি
syllable শুরু হয়)
তাহলে
ঐ
দুটি
consonant এর পর
E/I/A থাকা
স্বত্তেও
U এর
উচ্চারণ
বাংলা
“আ”-
এর
মত
হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট)
– বাধ্যতামূলক।
☞Number (নাম্বার)
– সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ)
– গঠনমূলক।
☞Nudge (নাজ)
– কনুয়ের
মৃদু
ঠেলা
দেয়া।
➤Rule- 49
⇨LM
এর
আগে
কোন
vowel অর্থাৎ
“ই”,
“ঈ”
বা
“এ”
ধ্বনি
থাকলে
L উচ্চারিত
হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম)
– চলচ্চিত্র।
☞Elm (এল্ম)
– দেবদারু
জাতীয়
গাছ।
☞Filmy (ফিল্মি)
– মেঘাচ্ছন্ন।
➤Rule- 50
⇨UI+
consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে
গঠিত
হলে
UI এর
উচ্চারণ
“ইউই”
বা
“উই”
হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি)
– চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি)
– অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি)
– তারল্য,
তরল
অবস্থা।
Comments
Post a Comment