Trickers

6/recent/trickers-posts

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২: English suggestion part-1/Rearrange words in the correct order to make meaningful Sentences

Prepared
By
Emrana Perveen



প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ |

 আসসালামুআলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক |

ইতি মধ্যে  আপনারা অবগত হয়েছেন যে আগামী ৩০ শে ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে |  ১৩ দীর্ঘ  বছর পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে  | অনেক শিক্ষার্থী এখনো সিলেবাস সম্পর্কে অবগত নয় | এখন থেকে ধারাবাহিকভাবে বাংলা ইংরেজী গণিত ও বিজ্ঞানের সাজেশন আকারে দেওয়া হবে | আশাকরি শিক্ষার্থীরা উপকৃত হবে|

একসময় বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সেটি বাদ দিয়ে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। এতে সব শিক্ষার্থীই বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারত; যদিও পিইসি পরীক্ষা নিয়ে ছিল সমালোচনা। করোনার সংক্রমণ পরিস্থিতি এবং নতুন শিক্ষাক্রমের রূপরেখা বিবেচনায় নিয়ে তিন বছর ধরে পিইসি পরীক্ষা হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও তা বাস্তবায়ন করা হবে, যেখানে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় বছরের একেবারে শেষবেলায় এসে আকস্মিকভাবেই এ বছর সেই পুরোনো ব্যবস্থার মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে ৪ বিষয়ে মোট ১০০ নম্বরের। দুই ঘণ্টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা সদরে। প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। অন্যরা এ সুযোগ পাবে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ কথা জানান।  বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে হবে এ বৃত্তি পরীক্ষা। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এক দিনেই দুই ঘণ্টায় হবে এ পরীক্ষা। বিদ্যালয়ের পরীক্ষায় যে  ২০ শতাংশ শিক্ষার্থী এগিয়ে থাকবে, তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার সময় ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

ইংরেজি ()

 

 Rearranging words

 

Rearrange words in the correct order to make meaningful Sentences

1.

a) hospital/ you/ how/ do/ to/ know/ the/ how/ get?

b) college/ on/ go/ road/ straight/ turn/ and/ then/ left.

c) there/hospital/on/the/is/corner/the.

d) looks/ bird/ nice/ how/ the!

e) happy/ you/ may/ be.

2.

a) bag/ go/ school/ and/ to/ take/your.

b) that/ wonderful/ sounds/ oh!

c) month/ I/ last/ it/ visited.

d) we/ no/ can’t.

e) far/ Dhaka/ how/ from/ is it?       

3.

a) holiday/ my/ on/ I/ father/ am/ with.

b) are/ going/ you/ where?

c) Chittagong/ not/ I/ going/ am/ to.

d) a/ journey/ have/ nice.

e) nice/ the/ Chittagong/ how/ of/ scenery/ is!

4.

a) is, town, a, it, beautiful.

b) fort, will, Isah, see, you, the, Khan, of.

c) far, Bogra, how, from, Dhaka, is?

d) born, he, Khulna, was, not, in.

e) my, regards, best, convey, your, parents, to.

Answers:

1.

a) Do you know how to get to the hospital?

b) Go straight and then turn left on College Road.

c) The hospital is on the corner there.

d) How nice the bird looks!

e) May you be happy.

2.

a) Take your bag and go to school.

b) Oh, that sounds wonderful!

c) I visited it last month.

d) No, we can’t.         

e) How far is it from Dhaka?                 

3.

a) I am on holiday with my father.

b) Where are you going?

c) I am not going to Chittagong.

d) Have a nice journey.

e) How nice the scenery of Chittagong is!

4.

a) It is a beautiful town.

b) You will see the fort of Isah Khan

c) How far is Bogra from Dhaka?

d) He was not born in Khulna.

e) Convey my best regards to your parents.

Also read: Primary scholarship exam: Finally, December will be going to held the primary scholarship exam

Post a Comment

0 Comments