এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দেওয়া একটি ভাষণ বাংলা ও ইংরেজি
বিদায় অনুষ্ঠানের
বক্তব্য দেয়ার প্রয়োজন পরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অথবা কর্মক্ষেত্রে বিদায় অনুষ্ঠানের
দিন। কিভাবে আপনার বিদায় অনুষ্ঠানের বক্তব্য সুন্দর ও মার্জিত ভাষায় উপস্থাপন করবেন,
সে বিষয়ে আজ কথা বলব নমুনাসহ।
প্রথমেই একটি
বিদায় অনুষ্ঠানের বক্তব্য পড়ে নিন।
বিদায় অনুষ্ঠানের
বক্তব্য
উপস্থিত প্রধান
অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং অভিভাবক বৃন্দ, আমার সহপাঠী,
অগ্রজ এবং প্রিয় অনুজদের জানাই আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা।
আজকের এই
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আজকের এই দিনটা
আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দিনটা একই সাথে আনন্দের এবং তোমরা যারা বিদায় নিচ্ছ
তাদের জন্য অত্যন্ত বেদনারও বটে। বিদায় সাময়িক হোক বা চিরবিদায় হোক, দুটোই বেদনার।
আজ থেকে ৫
বছর আগে এই বিদ্যালয়ের আঙিনায় তোমাদের পদচারণ ঘটেছিলো। চোখের পলকে যেন দীর্ঘ পাঁচটা
বছর কেটে গেছে। ভাবতেই খারাপ লাগছে এই ক্যাম্পাসের প্রাক্তনদের খাতায় তোমরা ও নাম লেখাতে
যাচ্ছ।
আজ "দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও আমার প্রাণ প্রিয় বড় ভাই-বোন এবং আমার সহপাঠী সবাইকে আস্ সালামু আলাইকুম।
অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই-বোনদের বিদায় অনুষ্ঠান। কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে আসছি। অত্র প্রতিষ্ঠানে আপনাদের সাথে ভাই-বোনের মত কিছু খুনশুটি ছিল, তবে সেটা ছিল বন্ধুসুলভ। সাথে পাঠদানে স্যারদের আন্তিরিকতা আমাদের শিখার পাল্লাটাকে আরো ভারী করে তুলে। প্রিয়, বড় ভাই ও বোনেরা, আপনাদের অনুসরণ করে আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষে।
কিভাবে স্যারদের সম্মান করতে হয়, ছোট ভাই-বোনদেরকে শাসন করতে হয় তা আপনাদের কাছ থেকে শিখেছি। কিন্তু আজ আপনাদের বিদায়!!!!
ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ আমাদের মাঝ থেকে বিদায় দিতে হচ্ছে। সবাইকেই একদিন বিদায় নিতে হবে।
আমাদের জীবনটা খুবই ছোট। আর এই স্কুল/কলেজ জীবনটা তারচেয়েও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসবো।
মায়া, মমতা আর ভালবাসা নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকি। তাই আমরা যে পরিবারে, যে সমাজে জীবন যাপন করি, তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে মানুষ। ভাবুন এই সেদিন আমরা এই প্রতিষ্ঠানে আসছিলাম। আর এরই মাঝে বিদায়ের ঘন্টাও বেজে গেলো।
আজ
শারিরীক ও মানসিক ভাবে
আমরা বেড়ে উঠেছি কত তাড়াতাড়ি। এভাবেই
বড় হই আমরা। বড়
হই আরো বড়। ছড়িয়ে পড়ি দেশে বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবী যেহেতু গোলাকার, তাই আমাদের মাঝে আবারো দেখা হবে। কথা হবে। এতেই আমরা সন্তুষ্ট থাকি। আজ শিক্ষাজীবনের একটি
অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে
আপনারা বিদায় নিচ্ছেন।
আপনাদের জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই।
সবশেষে বলি, স্কুলের এই শিক্ষাজীবনে আমাদের আচরণ বা ব্যবহারে যদি কোন কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আর কথা বাড়াবো না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
I feel blessed to have the opportunity to address this farewell function today. Today is a very important day for us. This day is simultaneously joyful and deeply painful for those of you who are leaving. Goodbye is temporary or forever, both are painful.
5 years ago today, you walked in the yard of this school. Five long years have passed in the blink of an eye. It is sad to think that you are also going to write your name in the alumni register of this campus.
As Salamu Alaikum to all the respected teachers and teachers of the institution and my dear brothers and sisters and my classmates who are present on the stage of the farewell ceremony organized by Deora Adarsh High School today.
It is with great sadness and a heavy heart that we
have to say goodbye to our elder brothers and sisters today. But actually it is
just a farewell ceremony. Because it will not be possible to leave the mind
forever. We have been studying in this institution for a long time. There was
some sibling rivalry with you in that institution, but it was friendly. Also,
Sir's sincerity in teaching made our learning more heavy. Dear, elder brothers
and sisters, following you we are also moving towards our goal.
I learned from you how to respect sirs, discipline
younger brothers and sisters. But goodbye today!!!!
Even though you don't want to, you have to say
goodbye from us today. Everyone has to say goodbye one day.
Our life is too short. And this school/college life
is even shorter. Like the dew point of winter, it vanishes as the day
progresses. We will also follow you with farewell very soon.
We live in the world with love, compassion and love.
So our love for the family, the society in which we live, is born. And it is
very difficult for us to overcome this illusion. People lose the language of
comfort. Imagine that we were coming to this institution that day. And in the
meantime, the farewell hour rang.
How fast we have grown physically and mentally
today. This is how we grow up. Grow bigger. spread abroad to establish
themselves. Since the world is round, we will meet again. Will talk We are
satisfied with that. Today you are saying goodbye to end one chapter of your
education life and start another chapter. We will have our prayers and
blessings for you so that you can reach the golden peak of success. May you
improve your education in the future and play an important role in building the
country and nation. We also want to follow your path.
Finally, I hope that if you have experienced any
trouble in our behavior or use in this educational life of the school, then you
will look at it with a good look of forgiveness.
Anyway, I won't say more at the moment of farewell.
On behalf of all the students of this institution, I wish you a bright future
and long life.
Thanks everyone
Comments
Post a Comment