Impacts of Technology on Students: Impacts of Technology on Students ( Facts & Opinion) Passage class 9 English opinion matters lesson -1. Unit 1.4.2
Impacts of Technology on Students ( Facts & Opinion) Passage
Impacts of Technology on Students Facts
Modern age depends on
technology. Society cannot survive for a moment without technology Education is
no exception. Hence technology has permeated every level of education. Nowadays
technology and education complement each other. With the expansion of
technology, the teaching process is becoming easier and easier. As a result, it
is possible to easily teach a large number of students in a very short time.
According to the information of the Directorate of Secondary and Higher
Education, currently 26,958 educational institutions across the country have
multimedia. By studying in these multimedia classrooms,
students-are-able-to-learn in a more effective way, which makes their learning
experience smoother. Not only the teaching, but also the post- examination
results of the students are now published on the internet. And that result is
going to the mobile phone instantly. The touch of technology can be seen in all
activities like admission of students, registration for exams. So it can be
said that technology is a blessing in the education life of students. And that
result is going to the mobile phone instantly. The touch of technology can be
seen in all activities like admission of students, registration for exams. So
it can be said that technology is a blessing in the education life of students.
শিক্ষার্থীদের উপর প্রযুক্তির প্রভাব
তথ্য-ভিত্তিক উত্তরণ: আধুনিক যুগ প্রযুক্তির উপর নির্ভর করে। প্রযুক্তি ছাড়া সমাজ এক মুহূর্তও টিকে থাকতে পারে না শিক্ষাও এর ব্যতিক্রম নয়। তাই শিক্ষার প্রতিটি স্তরে প্রযুক্তি প্রবেশ করেছে। বর্তমানে প্রযুক্তি এবং শিক্ষা একে অপরের পরিপূরক। প্রযুক্তির প্রসারের ফলে পাঠদান প্রক্রিয়া সহজ থেকে সহজতর হচ্ছে। ফলে খুব অল্প সময়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সহজে পাঠদান করা সম্ভব হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ২৬ হাজার ৯৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া রয়েছে। এই মাল্টিমিডিয়া ক্লাসরুমে অধ্যয়ন করার মাধ্যমে, শিক্ষার্থীরা আরও কার্যকর উপায়ে শিখতে-সক্ষম হয়, যা তাদের শেখার অভিজ্ঞতাকে মসৃণ করে তোলে। শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের পরীক্ষার পরবর্তী ফলাফলও এখন ইন্টারনেটে প্রকাশ করা হয়। আর সেই ফল মুঠোফোনে চলে যাচ্ছে। শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার রেজিস্ট্রেশনের মতো সব কাজেই প্রযুক্তির ছোঁয়া দেখা যায়। তাই বলা যায় শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রযুক্তি আশীর্বাদ।আর সেই ফল মুঠোফোনে চলে যাচ্ছে। শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার রেজিস্ট্রেশনের মতো সব কাজেই প্রযুক্তির ছোঁয়া দেখা যায়। তাই বলা যায় শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রযুক্তি আশীর্বাদ।
Impacts of Technology on Students (Opinion-based Paragraph)
Technology now occupies a huge place in our lives.
As a result of technology our educational life has progressed a lot, our
learning has accelerated. Our class teacher said that in the past, their
education was very difficult as technology was not so advanced.
But Now a day’s education has become much easier due
to the availability of technology. I think so because, when the Covid-19
epidemic was going on across the country, my friends and I took classes through
online. Even though the educational institutions were closed, our classes were
not closed; we continued our regular studies at home. Behind which there is an
outstanding contribution of technology. My father said, technology will improve
in future, and we will be able to study with more convenience.
প্রযুক্তি এখন
আমাদের
একটি
বিশাল
স্থান
দখল
করে
আছে
জীবন
প্রযুক্তির
ফলে
আমাদের
শিক্ষাজীবন
অনেক
এগিয়েছে,
আমাদের
শেখার
গতি
বেড়েছে।
আমাদের
শ্রেণী
শিক্ষক
বলেন,
অতীতে
প্রযুক্তি
এত
উন্নত
না
হওয়ায়
তাদের
পড়ালেখা
খুবই
কঠিন
ছিল।
কিন্তু
বর্তমানে প্রযুক্তির
সহজলভ্যতার
কারণে
শিক্ষা
অনেক
সহজ
হয়ে
গেছে।
আমি
তাই
মনে
করি
কারণ,
যখন
সারা
দেশে
কোভিড-১৯
মহামারী
চলছিল,
তখন
আমি
এবং
আমার
বন্ধুরা
অনলাইনের
মাধ্যমে
ক্লাস
নিয়েছিলাম।
শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ
থাকলেও
আমাদের
ক্লাস
বন্ধ
হয়নি,
আমরা
বাড়িতে
নিয়মিত
পড়াশোনা
চালিয়েছি।
যার
পেছনে
রয়েছে
প্রযুক্তির
অসামান্য
অবদান।
আমার
বাবা
বললেন,
ভবিষ্যতে
প্রযুক্তির
উন্নতি
হবে,
আমরা
আরও
সুবিধা
নিয়ে
পড়াশোনা
করতে
পারব।
Comments
Post a Comment