How to Write a Summary English & Bengali
এখন
summary writing এর উপর নিচের note টি দেখো।
পরে এটি তোমার যেসব বন্ধুর
বুঝতে সাহায্যের প্রয়োজন তাদের সাথে শেয়ার করো। তুমি verb এর যে form গুলো ব্যবহার করেছো
সেগুলো চেক করে দেখতে ভুল করোনা।)
Note on Summary Writing
A summary is a concise overview of a text’s main
points written in your own
words. A summary provides the reader with an overall
comprehension of a
larger body of work in a condensed and concise
format. By summarizing a
text, you show your better understanding of that
text.
Guidelines for Writing a Summary
1. The
summary shortens the main ideas of a text so that its readers will
understand the gist of the original
work.
2. The
summary keeps the tone and key ideas of the writer of the original work.
3. A
summary is typically one-quarter to one-third the length of the original
and is written in the third person
How to Write a Summary
1) Read the text and identify the main ideas.
Distinguish the main ideas
from the details.
2) Write the main ideas in a list.
3) Begin the summary with an introductory statement.
4) Turn the main ideas into sentences, occasionally
including details when it
is necessary to convey the main idea.
5) Combine the sentences into one or more
paragraphs.
6) Use transition words to connect the sentences and
the paragraphs.
7) Proofread the summary for punctuation, spelling,
sentence structure,
and content.
Summary: Summary হচ্ছে কোনো text এর main point এর সংক্ষিপ্ত বণর্না্ যেটা নিজের মতোকরে লেখা হয়। Summary পাঠককে একটি বড় text কে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। কোনো text কে summary করার মাধ্যম্যে তুমি যে text টি ভালো ভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করে।
Summary- এর বৈশিষ্টট্য
● Summary কোনো text এর মূল ভাবকে সংক্ষিপ্ত করে যেন পাঠক মূল text এর সারমর্ম বুঝ তে পারে।
● Summary মূল text এর লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে।
Summary সাধারণত এক চতুর্থথাশ থেকে এক তৃতীয়াংশ পর্যন্ত হয় এট র্য third person এ লেখা হয়।
Summary লেখার উপায়:
১. Text টি পড়োএবং মূল ধারণাটি চিহ্নিত করো। বিস্তারিত বর্না্ণ থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো।
২. মূল ধারণাগুলোর একটি তালিকা তৈরি করো।
৩. Summary টি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো।
৪. প্রধান ধারণাগুলোকে বাক্যযে পরিণত করো। যদি প্রয়োজন হয়, কিছু বিস্তারিত বণর্না্ও অন্তর্ভূক্ত
করতে পরো।
৫. বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো।
৬. বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় transition words ব্যবহার করো।
৭. যতিচিহ্ন, বানান, বাক্যযের গঠনপ্রণালী এবং বিষয়বস্তু check করার জন্য summary টি আবার
পড়ে দেখো।
So, let’s start writing the summary!
(এবার চলো আমরা summary লেখা শুরু করি।)
a) First, read the conversation again and identify
the main ideas and the supporting
details. For example: ‘A gerund is a form of a verb
with “ing” in its base form.’-
is one of the main ideas. On the other hand, the
example- ‘Splashing water is
fun.’- is a supporting idea.
b) Then, write all the main ideas in a list.
c) Now, start writing the summary with an
introductory statement. Here, you can
start with what is the conversation about.
d) Here, turn the main ideas into sentences and
organise them into one or two
paragraphs.
e) After that, connect all the main ideas using
transition words (and, or, the, later,
etc.).
f) Finally, check that you use punctuation marks,
spelling, sentence structures, and
ideas correctly. If needed, make the necessary
corrections with the help of the
teacher.
Now, exchange your copy with the group next to you.
Check and write your feedback.
Finally, share it with your friends who need help to
understand these three grammar
points.
Comments
Post a Comment