এসএসসি গণিত পরীক্ষা : বিতর্কের মুখে এসএসসির গণিত পরীক্ষা পেছানো হয়েছে
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন বা সময়সূচি
প্রকাশ করা হয়েছে। আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু
হবে।
এর আগে এই পরীক্ষা ২০ এপ্রিল ইস্টার সানডের ছুটির দিনে অিনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে, ২০ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায়, পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা।
২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা
বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের-এর কাছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী
সচিব জ্যোতি এফ গমেজ একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা
রাখায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রুটিন পেয়ে খ্রিস্টান এসএসসি পরীক্ষার্থীরা
বিচলিত হয়ে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এবার
নতুন রুটিন প্রকাশ করা হলো।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট
পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন,
ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা
৯০৬৩টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট
পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী
৩৪ হাজার ৯২৮জন।
প্রসঙ্গত, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা ৮ মে শেষ হওয়ার কথা থাকলেও পরে আবার সময়সূচি সংশোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বাংলা ২য় পত্রের পরীক্ষা ছিলো।
কিন্তু বৈসাবি উৎবের কারণে এই পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে
জানিয়ে সময়সূচি প্রকাশ করা হয়েছিলো। এর পর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা নিয়ে নতুন বিতর্ক
সৃষ্টি হওয়ায় ফের পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে। তবে নতুন সময়সূচিতেও এ পরীক্ষা ১৩
মে শেষ হওয়ার কথা রয়েছে।
২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস
SSC Routine 2025 PDF Download
Comments
Post a Comment